বাংলাদেশ সুপ্রিমকোর্টের ২৩তম প্রধান বিচারপতি

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

৩১ ডিসেম্বর ২০২১ দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গভবনে রাষ্ট্রপতি মাে, আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে ৩০ ডিসেম্বর ২০২১ রাষ্ট্রপতি মাে. আবদুল হামিদ তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়ােগ দেন। তিনি ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হােসেনের স্থলাভিষিক্ত হন। হাসান ফয়েজ সিদ্দিকী ২৬ সেপ্টেম্বর ১৯৫৬ কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়ােগ পান। ২৮ মার্চ ২০১৩ আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। ৩০ এপ্রিল ২০১৫ থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ২৬ সেপ্টেম্বর ২০২৩ অবসরে যাবেন। তার বড় ভাই আবু বকর সিদ্দিকীও এক সময় আপিল বিভাগের বিচারক ছিলেন। সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতিসহ সুপ্রীম কোর্টের। বিচারকা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form