বন ও পরিবেশ সংরক্ষণে উল্লেখযােগ্য অবদান রাখায় পুরষ্কার


বন ও পরিবেশ সংরক্ষণে উল্লেখযােগ্য অবদান রাখায় সংস্থা হিসেবে রাঙামাটির সারােয়াতলী সংরক্ষিত বনাঞ্চল কমিটি চৌধুরী | এবং ব্যক্তি হিসেবে ইনাম আল হক এ পুরস্কার লাভ করেন। | গাছের প্রতি অন্তিম ভালােবাসা রাখায় বক্ষসখা সম্মাননা পান ; তিনজন— শাহজাহান মৃধা বে রাজিয়া সামাদ ডালিয়া ও সালমা বিনতে নর। ২০১৮ সাল থেকে সিটি ব্যাংক* তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পরস্কার দেওয়া রু হয়। | ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার | দৈনিক সমকাল পত্রিকার উদ্যোগে এবং ব্যাক ব্যাংক লিমিটেডের আর্থিক এ সহযােগিতায় ২০১১ সালে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার প্রবর্তন " করা হয়। তিনটি বিভাগে এ পুরস্কার দেয়া হয়। প্রবন্ধ, ; আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ এবং কবিতা ও কথাসাহিত্য' এ দুই শাখার প্রত্যেককে দুই লাখ টাকা ; করে এবং হুমায়ুন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার' : বিজয়ীকে এক লাখ টাকা প্রদান ব্রা হয়। ২০১৯ সালের বিজয়ী > প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শাখা : সিরাজুল ইসলাম চৌধুরী (দীক্ষাকর। তৎপরতা’ গ্রন্থের জন্য)। কবিতা ও কথাসাহিত্য শাখা । হেলাল হাফিজ (বেদনাকে বলেছি কেঁদো না' গ্রন্থের জন্য)। হুমায়ুন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার : : মােজাফফর হােসেন ('পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প ছােটগল্পের শিল্প ও রূপান্তর’ গ্রন্থের জন্য)। ২০২০ সালের বিজয়ী > প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ ; শাখা : আফসান চৌধুরী ('১৯৭১ গণনির্যাতন-গণহত্যা কাঠামাে, বিবরণ ও পরিসর' গ্রন্থের জন্য)। কবিতা ও : কথাসাহিত্য শাখা : কবি মােহাম্মদ রফিক (পথিক পরান’ : গ্রন্থের জন্য)। হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার এ গ্রন্থ দুটি প্রকাশ করে। রঞ্জনা বিশ্বাস (বাংলাদেশের লােকধর্ম' গ্রন্থের জন্য)। কথাপ্রকাশ। = দেশ ৮টি ও সংস্থা ১টি ইউরােপীয় ইউনিয়ন (EU)।

Post a Comment

Previous Post Next Post

Contact Form