![]() |
| ওয়েবসাইট পাবলিশিং |
ওয়েব পেইজ তৈরি করার পর তা যে কোন একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে হোস্ট করা প্রয়োজন। এই হোস্টিং প্রক্রিয়াটিকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। ডোমেইন নেইমটি রেজিস্ট্রার করার পরে তা ওয়েব হোস্টিং কোম্পানিতে স্থানান্তর করতে হবে । আজকাল অবশ্য অনেক ISP (Internet Service Providers) এবং ওয়েব হোস্টিং কোম্পানি পাওয়া যাবে যারা নতুন ডোমেইন রেজিস্টারের প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করে দিতে আগ্রহী। তাদের থেকে প্রয়োজনীয় সহায়তা নেয়া যেতে পারে।
একটি সফল ওয়েবসাইট তৈরি করতে হলে যেমনটি প্রয়োজন নিয়মতান্ত্রিক ভাবধারা তেমনি প্রয়োজন ব্যবসা টেকনোলজি ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে গভীর জ্ঞান। তবে বর্তমানে ওয়েব সাইট প্রোগ্রামার শুধু টেকনোলজির দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত। বর্তমানে একটি সফল ওয়েবসাইট তৈরির জন্য দুটি জিনিসের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।
যথা-
ক) কোন্ ব্যবসায়ীক উদ্দেশ্যে এটি তৈরি হচ্ছে সে সম্পর্কে পূর্ণ ধারণা
খ) এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য সঠিক টেকনোলজি খুঁজে বের করা।
প্রথমটির জন্য প্রয়োজন একটি সুসংগঠিত পরিকল্পনা এবং দ্বিতীয়টির জন্য প্রয়োজন ই-কমার্সে ব্যবহৃত টেকনোলজি সম্পর্কে পূর্ণজ্ঞান। নিচে ওয়েবসাইট তৈরির কিছু উপায় উল্লেখ করা হলো।
ওয়েব সাইট ডিজাইনের জন্য চুক্তি বদ্ধ হওয়াঃ ওয়েব সাইট ডিজাইন করার জন্য কিছু কোম্পানি আছে যারা ই-কমার্স।
ওয়েব সাইট ডিজাইন করে এবং সংশ্লিষ্ট সকল ধরনের সেবা প্রদান করে। এদের সাহায্যে একটি সম্পূর্ণ সমাধান পাওয়া যেতে পারে, তবে ইহা অপেক্ষাকৃত ব্যয়বহুল। আরেক ধরনের প্রতিষ্ঠান কিংবা ডিজাইনার আছে যারা প্রয়োজন মত ওয়েব সাইট ডিজাইন এবং তৈরি করে দিতে পারে। তবে তারা অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ই-কমার্স সলিউশন দিতে পারবে না। তাদের সাথে চুক্তি করেও ওয়েব সাইট তৈরি করা যায়।
এডিটর ব্যবহারঃ বাজারে অনেক WYSIWYG (What you see is what you get) ওয়েব পেইজ এডিটর আছে।
এগুলো খুব দ্রুত ওয়েব সাইট তৈরি করার জন্য ব্যবহার করা যায়। WYSIWYG ফাংশনালিটি ব্যবহার করে যে-কোন অনভিজ্ঞ ব্যক্তিও সহজেই একটি ওয়েব সাইট তৈরি করতে পারে। এজাতীয় এডিটরসমূহে সাধারণত ডায়লাগ বক্স,উইজার্ড, ড্রপ এবং ড্রাগ ফিচার ইত্যাদি অপশনগুলো বিদ্যমান থাকে। এগুলোর সাহায্যেও ওয়েব সাইট ডিজাইন এবং ডেভেলপ করা যায়।
প্রোগ্রামিং Languages ব্যবহারঃ বর্তমানে ওয়েব সাইট তৈরির জন্য বহু রকম প্রোগ্রামিং Languages বাজারে পাওয়া যাচ্ছে। তার মধ্যে HTML (Hypertest Markup Language) বহুল পরিচিত। এছাড়াও JavaScript, ASP(Activge server page), PHP, JAVA, CGI (Common Gateway Interface) ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। উপরোক্ত প্রোগ্রামিং Languages সম্পর্কে ভালভাবে শিখে প্রয়োজনীয় সাইট ডিজাইন করা যায়।
ওয়েব বেজ সাইট ক্রিয়েটর-এর ব্যবহারঃ কিছু কিছু ওয়েব বেজ সাইট ক্রিয়েটর আছে যাদের সাহায্যে ব্যবহারকারীওয়েব সাইট তৈরি করতে পারেন। আর এ কাজটি করা হয় ব্রাউজারের সাহায্যে।
এটা শিখার জন্য কোন সফটওয়্যারকেনার প্রয়োজন নেই বা কোন প্রোগ্রাম জানার প্রয়োজন নেই। এই সার্ভিসগুলোর জন্য ক্ষেত্র বিশেষে চার্জ প্রদান করতেহয়, আবার কোন কোন ক্ষেত্রে বিনা খরচেও করা যায়। সার্ভিস রিমোট সার্ভার হতে ওয়েভের সাহায্যে সাইট তৈরি করা যায়। যদি সার্ভিস পরিবর্তন করা হয় তাহলে ঐ সাইট নিয়ে কাজ করা সম্ভব না। বর্তমানে ওয়েব স্ট্র্যাটেজি অনুযায়ী এই অপশনটি কার্যকর হতে পারে আবার নাও হতে পারে।
