শরীয়তপুরে গ্যাসের সন্ধান


শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে।নড়িয়ার কামটা উনিয়নের দিনের গ্রামে কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (BAPEX। অনুসন্ধান সফল হলে সেই স্থানে গ্যাস উৎপাদন প্লান্ট স্হাপন করা । ২০১৪-১৫ অর্থবছরে মেঘনা নদীর তীর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি থেকে খুলনা পর্যন্ত বিশাল এলাকা জুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন সমীক্ষা করা হয়। জরিপে নড়িয়া উপজেলার কামটা ইউনিয়নের দিনের গ্রামে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। বিদ্যুৎ,জ্বালানি,খনিজ সম্পদ মন্ত্রলায়ের সিদ্ধান্তে তৈরী করা হয় ৯৫ কোটি টাকা ব্যয়ের প্রকল্প। জুলাই ২০২১ দেড় বছর মেয়াদি শরীয়তপুর তেল-গ্যাস অনসন্ধান কূপ-খনন প্রকল্প ১ নামের প্রকল্পটির কাজ শুরু হয়ে ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে। বর্তমানে দেশে ২৮টি গ্যাসক্ষেত্র রয়েছে। সব মিলিয়ে গ্যাসের সম্ভাব্যতা ও প্রমাণিত মজুতের পরিমান ১০ টিসিএফ। দৈনিক গ্যাসের চাহিদা ৩৬৬ কোটি ঘনফুট। বার্ষিক গ্যাসের চাহিদা ১ লক্ষ ৩৪ হাজার কোটি ঘনফুট।
  

Post a Comment

Previous Post Next Post

Contact Form