কাজী আনোয়ার হোসেন ও মাসুদ রানা

Qazi Anwar Hussain

 বাংলা থ্রিলারের জনক,লেখক,অনুবাদক,প্রকাশক এবং পাঠক নন্দিত গুপ্তচর চরিত্র মাসুদ রানার স্রষ্টা। তার জন্ম ঢাকায়। তার বাবা বিখ্যাত বিজ্ঞানী,গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন। কাজী আনোয়ার হোসেন ১৯৬২ সালে প্রথমে সেগুনবাগিচায় প্রেসের ব্যবসা শুরু করেন।
১৯৬৪ সালের জুনে প্রকাশিত হয় সেগুনবাগান প্রকাশনীর প্রথম বই "কুয়াশা ১"। পরে প্রকাশনীর নাম পালটে হয় সেবা প্রকাশনী। সেবা প্রকাশনীর কর্ণধার হিসেবে কাজী আনোয়ার হোসেন ষাটের দশকের মধ্যভাগে "মাসুদ রানা" নামক গুপ্তচর চরিত্র সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামের আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নেয়। তিনি বিদ্যুৎ মিত্র ও সামসুদ্দিন ছদ্মনামেও বই লিখতেন। ১৯৬৬ সালে বিদ্যুৎ মিত্র ছদ্মনামেও মাসুদ রানার প্রথম বই ধ্বংস পাহাড় প্রকাশ করেন। এরপর তরুন প্রজন্মের পাঠকদের কাছে আইকন হয়ে উঠে মাসুদ রানা চরিত্র। অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সারে চারশোর বেশি বই প্রকাশিত হয়েছে এ সিরিজের ।
কাজী আনওার হোসেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। ১৯৭৪  সালে মাসুদ রানা'র কাহিনী নিয়ে বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form