সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারের সুফল-কুফল
সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারকারীকে বিকারগ্রস্থ করে। সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারকারীদের মানসিক চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অনেক ক্লিনিক আছে।
সামাজিক যােগাযােগ মাধ্যম আমাদের আধুনিক জীবনে এক নতুন বাস্তবতা। গ্রামের চায়ের দোকানে মানুষ তথ্যের জন্য এখন আর পত্রিকার পাতা ঘাটাঘাটি করে না। তার পরিবর্তে এসেছে স্মার্টফোন নির্ভরতা। গণমাধ্যমে তথ্যের বিপণনের সাবেকি প্রথা এখন আর নেই। চারপাশে, দেশে-বিদেশে কী ঘটছে, সেগুলাে ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগলসহ অন্যান্য সামাজিক যােগাযােগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছে সবাই। আমাদের টাইমলাইন, নিউজফিড ভরে যায় প্রয়ােজনীয়, অপ্রয়ােজনীয় সংবাদ, ছবি ও ঘটনায়। এ সুযােগটি করে দিচ্ছে। ইন্টারনেট। সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের ৭০ শতাংশ মানুষ সামাজিক যােগাযােগ মাধ্যমে সংযুক্ত রয়েছে। তরুণদের মধ্যে এ হার আরও বেশি, প্রায় ৯০ শতাংশ। বাংলাদেশে যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে ৮০ শতাংশ মানুষের রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট। ইন্টারনেট মাধ্যমের সুযােগে সামাজিক যােগাযােগের মাত্রা অতীতের তুলনায় অনেকগুণ বেড়েছে। সামাজিক যােগাযােগের ওয়েবসাইটগুলাে মানবীয় যােগাযােগের সর্বাধুনিক পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহার করে মানুষ মানবীয় যােগাযােগের ক্ষেত্রে ভৌগােলিক দূরত্বকে পুরােপুরি দূর করে দিচ্ছে। সামাজিক যােগাযােগের মাধ্যম হচ্ছে কম্পিউটার, স্মার্টফোন ও আইফোন। এ প্রযুক্তির মাধ্যমে যে কোনাে ব্যক্তি তথ্য, মতামত, ছবি, ভিডিও ইত্যাদি আদান-প্রদান করতে পারে। এগুলাে হচ্ছে সামাজিক যােগাযােগ মাধ্যমের প্রাণ। সামাজিক যােগাযােগ মাধ্যম অনলাইন সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করে।
সামাজিক যােগাযােগ মাধ্যমের থাকে অনেক উৎস ও অনেক প্রাপক। প্রথাগত প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের থাকে একটি উৎস ও অনেক প্রাপক। সামাজিক যােগাযােগ মাধ্যম ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া থেকে আলাদা। সামাজিক যােগাযােগ মাধ্যমের মধ্যে রয়েছেঃ facebook, messanger, google, instagram, linkedin, pinterest, tumbler, snapchat, twitter, viber, wechat, whatsApp, youtube ইত্যাদি। ফেসবক ও অন্যান্য সামাজিক যােগাযােগ মাধ্যমের প্রভাবঃ ফেসবুক বা অন্যান্য সামাজিক যােগাযােগ মাধ্যমে বর্তমানে - মানুষের জীবনে ব্যাপক প্রভাব রেখে চলেছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিচ্ছে। - ফেসবুক। ফেসবুক জাদুতে দূর হয়েছে সামাজিক বিচ্ছিন্নতা। ফেসবুকের মাধ্যমে এর সদস্যরা নির্দিষ্ট কাউকে বন্ধু হিসেবে বেছে নিতে পারেন। আবার কারও বন্ধুত্বের আহ্বান ফিরিয়েও দিতে পারেন। | সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের আসক্তি তৈরি করে। অধিক সময় ব্যয় হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। এসব কারণে সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারকারীদের বিকারগ্রস্থ করে তােলে। সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারকারীদের মানসিক চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অনেক ক্লিনিক গড়ে উঠেছে। একজন ইংরেজ মনােচিকিৎসক বলেছেন, তিনি বছরে প্রায় ১০০ জনকে মনেচিকিৎসা দিচ্ছেন যারা সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারের ফলে মনােবিকারগ্রস্থ হয়ে পড়েছেন।
Tags
বাংলাদেশ
